দেশ 

বৃহস্পতিবারই সিবিআই রাজীব কুমারকে ফের নোটিশ পাঠাচ্ছে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশের শীর্ষ আদালতে নির্দেশের দুদিনের মধ্যে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে ফের নোটিশ পাঠাতে চলেছে সিবিআই।   এমনটাই সিবিআই সূত্রে জানা গিয়েছে। আর সেই নোটিশ পাঠানোর আগে আজ বুধবার সিবিআই আধিকারিকরা বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজকুমার শ্রীবাস্তব এবং এসপি পার্থ মুখোপাধ্যায়। এছাড়াও ছিলেন সারদা মামলার সঙ্গে রয়েছে এমন গোয়েন্দা আধিকারিকরাও। এছাড়াও ছিলেন সিবিআইয়ের আইনজীবীরা। দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে এই বৈঠক হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব কুমারকে জেরা করার অনুমতি পেয়েছে সিবিআই। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার যথেষ্ট দক্ষ আইপিএস অফিসার। ফলে তিনি সিবিআই আধিকারিকদের প্রশ্নবান সুকৌশলে উত্তর দেবেন তা ভালো করেই জানেন সিবিআই আধিকারিকরা।

Advertisement

বিশেষ সূত্রে জানা গেছে, এদিনের বৈঠকে প্রশ্নমালা নিয়ে আলোচনা করা হয়। রাজীব কুমারকে কি কি প্রশ্ন করা হবে তা নিয়েই মূলত আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। জানা গিয়েছে, আইনজীবীদের পরামর্শেই মূলত প্রশ্নমালা তৈরি করছেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি, কমিশনারের বিরুদ্ধে সংগৃহীত তথ্যপ্রমাণ নিয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে, আগামীকাল বৃহস্পতিবার যে নোটিশ পাঠানো হচ্ছে কমিশনারকে তাতে তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা থাকবে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে শিলংয়ে রাজীব কুমারকে জেরা করা হতে পারে বল খবর। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সিবিআইকে চিঠি দেন রাজীব কুমার। ৮ তারিখ হাজিরা দিতে চেয়ে সিবিআইকে জানান রাজীব। কিন্তু সিবিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, আপনার নয়, আমাদের নির্ধারিত তারিখেই হাজিরা দিতে হবে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × four =