কলকাতা 

কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার বিষয়ে কোনও চিঠি এখনও পর্যন্ত আসেনি জানালেন মুখ্যমন্ত্রী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার বিষয়ে কোনও চিঠি এখনও পর্যন্ত আসেনি নবান্নে। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব স্বরাষ্ট্রমন্ত্রকের কোনও চিঠি পাননি বলে নবান্নে দাঁড়িয়ে সাংবাদিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। এমনকি রাজীব কুমারের বিরুদ্ধে সার্ভিস রুল ভাঙার মতো মারাত্মক অভিযোগ রয়েছে।

সার্ভিস রুল অনুযায়ী কোনও আইপিএস অফিসার রাজনৈতিক দলের কোনও কর্মসূচিতে থাকতে পারে না। কিন্তু অভিযোগ ওঠে রাজীব কুমার মেট্রো চ্যানেলে মমতার মঞ্চে উপস্থিত ছিলেন। আর এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

Advertisement

এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না মঞ্চ থেকেই মোদী সরকারকে এই বিষয়ে এক হাত নেন মুখ্যমন্ত্রী। তিনি পালটা দাবি করেন যে, কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার ধর্নামঞ্চেই আসেননি। এদিন মুখ্যমন্ত্রী সাফ জানান, এখনও এরকম কোনও চিঠি মুখ্যসচিব বা স্বরাষ্ট্রসচিবের কাছে আসেনি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − 4 =