কলকাতা 

এক শ্রেনীর সংবাদ মাধ্যম সুপ্রীম কোর্টের নির্দেশকে অপব্যাখ্যা করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : এক শ্রেনীর সংবাদ মাধ্যম সুপ্রীম কোর্টের নির্দেশকে অপব্যাখ্যা করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ কিছুক্ষন আগে ধর্মতলায় মেট্রো চ্যানেলে অবস্থানরত ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রীম কোর্ট নিরপেক্ষ কোন জায়গায় গিয়ে পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে সিবিআইকে কথা বলতে বললেও কিছু সংবাদ মাধ্যম কলকাতা পুলিশ কমিশনারকে সিবিআই জেরার মুখোমুখি হতে হবে বলে সম্প্রচার করছে।

এই তথ্য সঠিক নয় বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, নিরপেক্ষ জায়গায় কথা বলার জন্যে কমিশনার এর আগে নিজেই সিবিআইকে বেশ কয়েকটি চিঠি দিয়েছিলেন। এর আগে আদালতের নির্দেশ শোনার পরে সেই রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী তার আন্দোলনের নৈতিক জয় হয়েছে বলে উল্লেখ করেন। সারদা কর্তা সুদীপ্ত সেনের লেখা একটি চিঠি পড়ে শুনিয়ে অসমের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সারদা থেকে তিন কোটি টাকা নিয়েছিলেন বলে তিনি দাবি করেন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen − 13 =