কলকাতা 

রাজীব কুমার যদি সত্যি কোন অপরাধ না করে থাকেন তবে সিবিআই এর মুখোমুখী হতে ভয় পাচ্ছেন কেন প্রশ্ন সোমেনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার যদি সত্যি কোন অপরাধ না করে থাকেন তবে সিবিআই এর মুখোমুখী হতে ভয় পাচ্ছেন কেন তা নিয়ে প্রদেশ কংগ্রেস প্রশ্ন তুলেছে। কলকাতায় আজ দলের সদর দপ্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সিবিআই ও রাজ্য প্রশাসনের সংঘাতকে অভূতপূর্ব আখ্যা দিয়ে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশেই চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্ত চলছে।

তাই রাজীব কুমার যদি নিজেকে নিরাপরাধ মনে করেন, লুকিয়ে না থেকে তার সিবিআই এর মুখোমুখী হওয়া উচিত। রাজ্য পুলিশের সিআইডি কোন মামলার তদন্তের  জন্য কোন পুলিশ আধিকারিককে বারবার হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও যদি সেই আধিকারিক নির্দেশ অমান্য করতেন সেই ক্ষেত্রে রাজ্য প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করতো সোমেনবাবু তা নিয়েও প্রশ্ন তোলেন। অন্যদিকে, রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর ধর্ণাকে সমর্থন জানিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর করা টুইট প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সোমেন বাবু বলেন, সর্বভারতীয় প্রেক্ষাপটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রেক্ষিতে রাহুল গান্ধী মুখ্যমন্ত্রীকে সমর্থন জানিয়েছেন, কিন্তু তিনি কখনো তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের লড়াই থামাতে বলেন নি।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − 9 =