কলকাতা 

ধর্মতলার ধর্না মঞ্চের পাশেই নজিরবিহীনভাবে বসল ক্যবিনেটের বৈঠক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

  নিজস্ব প্রতিনিধি :   মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আগামী শুক্রবারের পরে  মেট্রো চ্যানেলে চলতে থাকা ধর্না অবস্থানে মাইক বাজানো হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ ধর্নামঞ্চ থেকে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করে বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি আজ দেশের গনতন্ত্রকে হত্যা করছে। কেউ তাদের বিরোধীতা করলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করা হচ্ছে।
এই ধর্নাকে আসলে সত্যাগ্রহ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের বিরুদ্ধে তার এই পদক্ষেপকে দেশের সব বিরোধীরা যেভাবে সমর্থন করেছে তার জন্যে তিনি কৃতজ্ঞ। তার এই সত্যাগ্রহ কোন সংগঠনের বিরুদ্ধে নয় মোদির প্রতিহিংসামূলক আচরন ও অত্যাচারের বিরুদ্ধে বলে তিনি জানান।
ধর্নামঞ্চে থাকার জন্যে মুখ্যমন্ত্রী এদিন নির্ধারিত কোন সরকারি অনুষ্ঠানে যেতে পারেননি। বিধানসভায় বাজেট পেশের জন্যে মঞ্চের পাশে আলাদা করে তিনি এদিন মন্ত্রীসভার বৈঠক সারেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত কৃষক সভার অনুষ্ঠানে অংশ নেন। এখান থেকে কৃতি পুলিশ আধিকারিকদের পদক প্রদানও করেন তিনি।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

9 − 7 =