জেলা 

শিক্ষক নেতা একেএম ফারহাদের প্রচারে জনজোয়ার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ৩৬ নম্বর আসনে বামেদের দীর্ঘদিনের গড় ভাঙতে শিক্ষক নেতা তথা বিশিষ্ট সমাজসেবী একেএম ফারহাদের উপর ভরসা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের মর্যাদা রাখতে মরিয়া ফারহাদ সাহেব নিজেও। তাই গ্রীষ্মের চড়া রোদ উপেক্ষা করেই নিজের এলাকায় জমজমাটভাবে প্রচার শুরু করে দিয়েছেন এই শিক্ষক নেতা।

প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই প্রচারে কোনও খামতি রাখছেন না ফারহাদ। নিয়মিত সকাল থেকেই ৩৬ নম্বর জেলা পরিষদ আসনের বিভিন্ন এলাকায় তাঁর নেতৃত্বেই প্রচার শুরু হচ্ছে। সঙ্গে থাকছেন দেগঙ্গার ব্লক সভাপতি মফিদুল হক সাহাজি। এছাড়া এলাকার ছাত্র-যুব থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরাও প্রচারে সামিল হচ্ছেন। প্রত্যেকের মুখেই একটাই কথা বিশিষ্ট সমাজসেবী, একেএম ফারহাদ এবার জিতছেনই।

Advertisement

অন্যদিনের মতো সোমবারও ফারহাদ নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন সকাল থেকেই। গ্রীষ্মের তীব্র দাবদাহ উপেক্ষা করে ৩৬ নম্বর আসনের বড় বিশ্বেশ্বরপুর, ওধন পালপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তিনি প্রচার করেন। সকলেরই কাছ থেকেইই তিনি দোয়া চেয়ে নেন। এছাড়া বড় বিশ্বেশ্বরপুর, ওধনপালপাড়া ও যাদবপুর-অনন্তপাড়ায় তিনটি পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। প্রত্যেকটিতেই ভিড় ছিল উপচে পড়া।পথসভায় প্রধান বক্তা ছিলেন এলাকার জেলাপরিষদ আসনের প্রার্থী তথা বিশিষ্ট সমাজসেবী একেএম ফারহাদ।  এই সভাকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তিনি তাঁর বক্তব্যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন হয়েছে তার বিস্তারিত তুলে ধরেন। সেই সঙ্গে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজসাথী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সাফল্যের দিকটিও তুলে ধরেন তৃণমূলের এই পোড়খাওয়া নেতা। অন্যদিনের মতোই এদিনও প্রচারে অভূতপূর্ব সাড়া পেয়েছেন তিনি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × three =