কলকাতা 

সিবিআই হানার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর ধর্না ; রাজপথে বামেরা ‘চোর ধরো জেল ভরো’ স্লোগানে মুখরিত কলকাতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সারদা মামলায় তথ্য প্রমাণের লোপাটের অভিযোগেপুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্মতলায় ধর্না শুরু করেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর এই অবস্থানকে কটাক্ষ করে সিপিএম নামল কলকাতার রাজপথে ৷ সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্য নেতৃত্বের  মৌলালি থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করে। এখানে কয়েক হাজার মানুষ অংশ  নেয় । মিছিলের অন্যতম স্লোগান-‘চোর ধরো জেল ভরো’৷

মিছিলে কটাক্ষ করা হয়েছে পুলিশ কমিশনারের জন্য মুখ্যমন্ত্রীর ধরনাকেও৷ অভিযোগ উঠেছে, ধর্মতলার যে মেট্রো চ্যানেলে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে কি করে তিনি রাজনৈতিক ধর্না করতে পারেন৷ এদিকে নিজের অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধরনা চলবে৷ কেন্দ্রীয় সরকার ও বিজেপির প্রতি তোপ দেগে তিনি বলেছেন, সংবিধান সংকটে ফেলার জন্যই সিবিআইকে ব্যবহার করা হচ্ছে৷

Advertisement

সিপিএমের দাবি, জনগণের টাকা লুঠে সমস্ত দোষীরই বিচার চাই, তা তারা এখন বিজেপি-র সঙ্গে থাকুক বা তৃণমূল কংগ্রেসে। সারদা কেলেঙ্কারিতে সিবিআই ও রাজ্য পুলিশের টানপোড়েন প্রসঙ্গে দলটির পলিট ব্যুরো জানিয়েছে, এই সমস্ত দোষীর সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং মানুষের থেকে লুঠ করা টাকা সুদ সমেত ফেরত দিতে হবে।

সোমবার এক বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, সারদা, রোজ ভ্যালি প্রভৃতির মতো চিটফান্ড কোম্পানি মানুষের কোটি কোটি টাকা লুঠ করেছে। সেই লুঠের চক্রান্ত উন্মোচন করতে ২০১৪ সালে সুপ্রিম কোর্ট সিবিআই-কে তদন্ত করতে বলেছিল। গত পাঁচ বছর ধরে বড় বড় প্রতিশ্রুতি সত্ত্বেও মোদী সরকার কিছুই করেননি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen + 4 =