সিবিআই আধিকারিকদের উপর হেনস্থা তদন্তে বাধা নিয়ে অভিযোগ জানাতে জাতীয় নির্বাচন কমিশনে বিজেপি
বাংলার জনরব ডেস্ক : রবিবার কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে গিয়ে সিবিআই আধিকারিকরা হেনস্থার শিকার হওয়ার পর কেন্দ্র ও রাজ্যের সংঘাতে চরমে গিয়ে পৌছেছে । সিবিআই ইতিমধ্যে এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে । আর আজ বিজেপি দল সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করল । সোমবার জাতীয় নির্বাচন কমিশনে যান দলের মন্ত্রী , সাংসদ ও রাজ্য নেতারা । সেখানে গিয়ে নির্বাচন কমিশনের কাছে তাঁরা অভিযোগ করেন কীভাবে রাজ্যে পুলিশ এবং শাসক দল এক হয়ে গেছে ।
এমনকি খোদ আইএএস ও আইপিএসরাও মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে ধর্নায় বসেছেন । এই পরিস্থিতিতে রাজ্যে সুষ্ঠ এবং অবাধ ভোট করতে হলে রাজ্য প্রশাসনের উপর আস্থা না রেখে অন্যভাবে নির্বাচন করানোর দাবি জানানো হয়েছে ।
পরে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী মুখতার আব্বাস নকভী বলেন , সারদা মামলায় গতি আনার জন্য এবং বৃহৎ ষড়যন্ত্রীকারীদের চিহ্নিত করার লক্ষ্যে সিবিআই কলকাতার পুলিশ কমিশনারকে জেরা করতে চেয়েছিল তা নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে ওই রাজ্যে নির্বাচন করতে কমিশনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে । এদিনের প্রতিনিধি দলে ছিলেন , বিজেপি নেতা মুকুল রায় , কৈলাস বিজয়বর্গীয় সুরিন্দর সিং আলুওয়ালিয়া প্রমুখ ।