দেশ প্রচ্ছদ 

কর্ণাটকে একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস? দলিত-মুসলিম ভোট কংগ্রেস পাবে

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ কর্ণাটকের ভোট যুদ্ধ আসলে কংগ্রেস ও বিজেপি-র কাছে খবুই গুরুত্বপূর্ণ। বিজেপি সভাপতি অমিত শাহ বেশ কয়েক মাস ধরে কর্ণাটকের মাঠে-ময়দানে সময় দিচ্ছেন সবচেয়ে বেশি।কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছেও এই বিধানসভার ভোট শুধু গুরুত্বপূর্ণ নয়,তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। কারণ এতদিন তিনি মায়ের নেতৃত্বে সভা-সমাবেশ করেছেন। এইবার হাতেই রয়েছে কংগ্রেসের ব্যাটন। সুতরাং কর্ণাটকে কংগ্রেস ক্ষমতাচ্যুত হলে তার প্রভাব কংগ্রেস দলের ভবিষ্যতের উপর পড়বে। জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে আরও বেশি করে কোণঠাসা করে দেবে বিজেপি। আগামী লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের ভোটের ফল জাতীয় রাজনীতি ব্যাপক প্রভাব ফেলতে পারে।  আগামী ১২ মে ও ১৫ মে দুই দফায় ভোট হবে কর্ণাটকে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলের উপর জাতীয় রাজনীতি প্রেক্ষাপট অনেকটাই নির্ভর করছে।

কয়েক মাস আগেও কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা দখলের স্বপ্ন দেখছিল। কিন্ত হঠাৎ আসাদ-উদ্দিন ওয়াইসি নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ফলে বিজেপি-র স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায়। কারণ আসাদ-উদ্দিন ওয়াইসির দল মিম ভোটে দাঁড়ালে তারা মুসলিম ভোটে ভাগ বসাতো। ফলে কংগ্রেস দলের ভোট শতাংশ কমে যেত। বিজেপি-র সুবিধা হত। কিন্ত ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায়,কংগ্রেসের অনেকটা সুবিধা হয়েছে। সেই প্রবণতা এবার সমীক্ষক সংস্থা সি ফোরের সমীক্ষাতেও উঠে এসেছে। তাদের সমীক্ষায় বলেছে, কংগ্রেস দলই কর্ণাটকে সরকার গড়তে চলেছে। তারা বলেছে,কংগ্রেস ২২৪ টি আসনের মধ্যে ১১৮-১২৮ টি আসন পেতে পারে। সেদিক থেকে কংগ্রেস দল এই রাজ্যে একাই সরকার গড়বে। বিজেপি পেতে পারে ৬৩-৭৩টি আসন, আঞ্চলিক দল জেডিএস পেতে ২৯-৩৬টি আসন,অন্যান্যরা পেতে পারে ২-৭ টি আসন। এটাই সি-ফোর সংস্থার চূড়ান্ত ও শেষ সমীক্ষা বলে ওই সংস্থাটি দাবি করেছে। ভোট শতাংশের দিক থেকেও ৪৫ শতাংশ ভোট পাবে বলে সমীক্ষা সংস্থাটি দাবি করেছে।বিজেপি ভোট পেতে পারে ৩২ শতাংশ,জেডিএস পেতে পারে ১৮শতাংশ,অন্যান্যরা পেতে পারে ৫শতাংশ ভোট।

Advertisement

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 + three =