কলকাতা 

দিল্লি আগে সামলা পরে ভাববি বাংলা মোদীকে তীব্র ভাষায় কটাক্ষ মমতার

শেয়ার করুন
  • 36
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আজ রাজ্যের দুই প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে বেনজির আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । এরপরেই একটি সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোদী ও অমিত শাহকে তীব্র ভাষায় কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এই দুইজনকেই গুজরাট দাঙ্গার জন্য দায়ী করে বলেন , ওরা গুজরাটে কী করেছে সমগ্র দেশের মানুষ জানে , বিশ্বের মানুষ জানে । দাঙ্গাবাজরা বাংলায় এসে এসে বড় বড় কথা বলছেন । এটা বাংলার অপমান । বাংলার মানুষ এটা মেনে নেবে না।

তিনি মোদীর বক্তব্যের সমালোচনা করে বলেন , আর মাত্র এক মাস পরেই যে সরকারের সময়সীমা শেষ হয়ে যাবে তার কাছ থেকে শিক্ষা নিতে হবে না । আর ক্ষমতায় আসতে পারবেন না মোদী । সমগ্র দেশের কৃষক সমাজ , শ্রমজীবী মানুষদের শোষন করেছে কেন্দ্রের বিজেপি সরকার । কয়েক মাসের মধ্যে এই সরকারের বিদায় আসন্ন ।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , আমরা ক্ষমতায় এখনও থাকব । কারণ মাত্র তিন বছর আগে ভোট হয়েছে । সুতরাং মোদী সরকারের মেয়াদ মাস-খানেক । আর আমাদের মেয়াদ এখনও দু বছরের বেশি সময় বাকি আছে । তাছাড়া আমরা ক্ষমতায় থাকব কিনা তা বাংলার মানুষ ঠিক করবে । মোদী আর অমিত শাহ নন । তাই আমাদেরকে নিয়ে মোদীকে ভাবতে হবে না । বিজেপি সরকার আর নেই দরকার । জুমলার সরকার আর নেই দরকার বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।

সিবিআই প্রসঙ্গে তিনি বলেন ,মোদীকে সিবিআই জেরা করার কারণ ছিল । তিনি গুজরাটের অশান্তির পেছনে ছিলেন বলে অভিযোগ ছিল । হারিণ পান্ডে কোথায় গেল ? তা মানুষ জানতে চাইছে । তিনি আরও বলেন , আগে দিল্লি সামলা পরে ভাববি বাংলা ।

 

 

 

 


শেয়ার করুন
  • 36
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen − nine =