জেলা 

রাজনাথের গলাতেও মমতা সরকারের বিরুদ্ধে কড়া সুর ; মমতার প্রস্তাবিত মহাজোটকে ব্যঙ্গ করে রাজনাথের উক্তি “মহাজোটে সবাই প্রধানমন্ত্রীর দাবিদার। একজন গাড়ি চালাবে। অপরজন ব্রেক মেরে দেবে। গাড়ি দাঁড়িয়ে যাবে।”

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ঠাকুরনগর ও দূর্গাপুরে সভা করছেন ঠিক সেই সময় মাথাভাঙায় রাজনাথ সিং ও সভা করছেন । দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্র মন্ত্রী একরাজ্যের দুই প্রান্তে সভা করছেন এটা খুব কমই ঘটে । আজ সে দৃশ্য দেখা গেল রাজ্যে । আসলে ৮ ফেব্রূয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারে সভা করতে আসবেন । মোদির সেই সভার প্রস্তুতি সভাতে আজ রাজনাথ সিং সভা করেন । ৪৫ মিনিটের এই সভার অধিকাংশ সময়েই রাজ্যের শাসকদল তৃণমূলের সমালোচনায় সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ বিজেপি বিরোধী মহাজোটকে ব্যঙ্গ করে বলেন , “মহাজোটে সবাই প্রধানমন্ত্রীর দাবিদার। একজন গাড়ি চালাবে। অপরজন ব্রেক মেরে দেবে। গাড়ি দাঁড়িয়ে যাবে।”

Advertisement

কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের উদাহরণ দিয়ে তিনি বলেন, “কেন্দ্রের বিভিন্ন প্রকল্প এই রাজ্যে বাস্তবায়িত হচ্ছে না। রাজ্য সরকার অসহযোগিতা করছে। এছাড়া বর্তমান রাজ্য সরকারের আমলে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হিংসার ঘটনা বাড়ছে। সম্প্রতি এরাজ্যে অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েছে। অনুপ্রবেশ রোধে কেন্দ্রের তরফে সীমান্ত সিল করার কথা বললেও রাজ্য সরকার সেজন্য জমি দিচ্ছে না।

স্থানীয় এক বিজেপি কর্মীর চাষের জমিতে অনুষ্ঠিত এদিনের সভায় ভিড় দেখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই ভিড় প্রমাণ করে দিচ্ছে আগামী লোকসভা ও ২০২১ – এর বিধানসভা নির্বাচনে মানুষ তৃণমূলের বিপক্ষে ভোট দেবে।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × three =