জেলা 

জ্যেতিপ্রিয়র চ্যালেঞ্জকে অগ্রাহ্য করেই বড়মার সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী ; মতুয়া ভোটে বিজেপি ভাগ বসাচ্ছে সন্দেহ নেই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক হুঁশিয়ারি দিয়েছিলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  মতুয়া মহাসংঘের বড় মা দেখাই করবেন না। কিন্ত আজ প্রধানমন্ত্রীর সঙ্গে শুধু দেখাই করলেন বড়মা , রীতিমত মোদীজি পুজো দেওয়ার ব্যবস্থাও করে দিলেন ।

এদিন সকালে বিশেষ চপারে করে ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের বড়মা বীণাপানি দেবীর বাড়িতে যান প্রধানমন্ত্রী। তারপরে সেখানে অসুস্থ বড়মার সঙ্গে দেখা করে আশীর্বাদ নেন। সেখান থেকে ঠাকুর মন্দিরে প্রণাম সেরে মোদী ওঠেন সভায় ভাষণ দিতে। নরেন্দ্র মোদীর এই সভা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিজেপি ও তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলেছে। মতুয়া মহাসংঘের পরিবারেও আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। মোদী গিয়ে বড়মার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

Advertisement

সেই জল্পনা বাড়িয়ে দিয়েছিলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। প্রধানমন্ত্রীর আসার কথা জানিয়েছিলেন মতুয়া সমাজের প্রধান বীণাপানি দেবীর নাতি শান্তনু ঠাকুর। তার পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বড়মা দেখাই করবেন না নরেন্দ্র মোদীর সঙ্গে। এই নিয়ে চ্যালেঞ্জও ছোঁড়েন তিনি।

তবে এদিন একেবারে নির্দিষ্ট সময়ে ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর চপার এসে নামে। কড়া নিরাপত্তার মধ্যে বড়মার সঙ্গে ঘরে গিয়ে তিনি দেখা করে আসেন। তারপরই সভায় বক্তব্য রাখতে উঠেন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × two =