দেশ 

রাজ্যে অশান্তির নেপথ্যে বিজেপি কর্মীদের হাত রয়েছে বলে রাজনাথের কাছে অভিযোগ সুদীপের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে সাম্প্রতিক যেসব রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে তাতে তৃণমূলের কোনো হাত নেই । বরং বিজেপি দল বিভিন্ন রাজ্যে অশান্তি তৈরি করছে বলে নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে নালিশ করল তৃণমূল সাংসদরা৷

রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার সংসদে শুরু হয় বাজেট অধিবেশন৷ রাষ্ট্রপতির ভাষণের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে জানান, তিনি নির্দিষ্ট কিছু বিষয় আলোচনা করত চান তৃণমূল সাংসদদের সঙ্গে৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে শুক্রবার আলোচনা স্থির হয়৷ এদিনের আলোচনায় কাঁথি প্রসঙ্গ উঠলে সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রীকে স্পষ্ট জানান, ‘‘বিজেপির হেভিওয়েট নেতাদের সভার পর জুলুমবাজি বরদাস্ত করা হবে না৷ দলনেত্রীর ছবি ছিঁড়ে দেওয়া হচ্ছে৷’’ সভা শেষে তৃণমূল সাংসদ জানান, ‘‘রাজনাথজীকে বলেছি একতরফা শুনে কোন কিছু বিশ্বাস করেন না৷ আশা করি আজকের কথা শুনে বিষয়টি বুঝতে পেরেছেন তিনি৷’’

Advertisement

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা রয়েছে উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার আলিপুরদুয়ারে৷ এই কথা তৃণমূল সাংসদদের জানান রাজনাথ সিং৷ জবাবে সুদীপবাবু বলেন, নিয়ম মেনে সভা করলে কোনও অসুবিধে নেই৷

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − eighteen =