দেশ 

নাগরিকত্ব বিল রাজ্যসভায় পাশ করাতে তৃণমূলের সাহায্য চাইলেন রাজনাথ ; বিল নিয়ে আপত্তি রয়েছে তৃণমূলের ; এই ইস্যুতে কী করবে তৃণমূল ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যসভার চলতি অধিবেশনেই নাগরিকত্ব বিল পেশ করতে চলেছে কেন্দ্র । ইতিমধ্যে এই বিল লোকসভায় পাশ হয়ে গেছে । রাজ্যসভায় পাশ হলেই তা আইনে পরিনত হবে । কংগ্রেস সহ সব বিরোধী দল এই বিল রাজ্যসভায় আটকাতে চেষ্টা করছে । এই  প্রেক্ষাপটেই আজ লোকসভা অধিবেশন চলাকালীন সময়েই তৃণমূল কংগ্রেসের সাংসদদের এক প্রতিনিধি দল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করেন । সেখানে রাজ্যে বিজেপির কর্মী কীভাবে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তা নিয়ে সবিস্তারে বিবরণ দেওয়া হয় ।

এরপরেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থনের জন্য তৃণমূল সাংসদদের কাছে আবেদন করেন রাজনাথ সিং৷ তবে সঙ্গে সঙ্গে তৃণমূল সাংসদরা জানিয়ে দেন ওই বিলের তীব্র বিরোধী তারা৷ বিশেষ সূত্রে জানা গেছে , নাগরিকত্ব বিল তারা হয়তো সরাসরি সমর্থন করতে পারবে না, কারণ তা করলে রাজ্যের মুসলিম সম্প্রদায়ে ভোট হারানোর সমূহ সম্ভাবনা আছে । তবে বয়কট করে তৃণমূল এই বিল পাশে সুযোগ করে দিতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে।

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one + 16 =