কলকাতা 

শহরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ; স্বীকৃত রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করল , আগামী কাল আয়কর দফতরের কর্তাদের সঙ্গেও বৈঠকে বসবে কমিশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজনৈতিক দলগুলির পাশাপাশি কমিশন আজ জেলার নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার এবং ডিভিশানাল কমিশনারদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন। ভোটার তালিকায় নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তি এবং মৃত বা ভুয়োদের নাম বাদ দিতে বিশেষ অভিযান চলানোর জন্য কমিশনের তরফে  নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

রাজ্যের বিগত নির্বাচন গুলির সময় হিংসার বকেয়া মামলা , অস্ত্র উদ্ধার সহ নানা বিষয়ে তাঁরা প্রশাসনের কর্তাদের  কাছে খোঁজ খবর নেন। আআগামী কাল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ নির্বাচনের  দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন আধিকারিক এবং  রাজ্যের মুখ্যসসচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠক  করবেন।এর পরে সাংবাদিক বৈঠক সেরে তাঁরা দিল্লি ফিরে যাবেন।

Advertisement

আগামীকাল তাঁরা রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি পুলিশ এবং অন্যান্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে যোগ দেবেন। ব্যাঙ্ক, রেলওয়ে এবং বিমান বন্দরের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি দপ্তরের আধিকারিকদের সঙ্গেও তারা সাক্ষাত্ করবেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 2 =