কলকাতা 

ট্রাই-র নির্দেশের উপর স্থগিতাদেশ তুলে নিল হাইকোর্ট , আগামীকাল থেকেই দেখা যাবে পে-চ্যানেল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কেবল টিভিতে পে চ্যানেল দেখা নিয়ে কলকাতা হাইকোর্ট মঙ্গলবার যে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল আজ আদালত তা প্রত্যাহার করে নিয়েছে। ফলে আজ রাত থেকেই রাজ্যে ট্রাই এর নয়া নির্দেশ কার্যকর হতে চলেছে। দু’পক্ষের বক্তব্য শোনার পরে নিজের আগের নির্দেশকে বেশ কিছুটা পরিবর্তন করে বিচারপতি অরিন্দম সিনহা আজ বলেন, আগামীকাল থেকে অতিরিক্ত টাকা দিয়েই দর্শকদের পে চ্যানেল দেখতে হবে।

স্থানীয় কেবল অপারেটর ও মাল্টি কেবল অপারেটরদের আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পূর্ন করতে হবে বলে তিনি জানান। চুক্তি নিয়ে কোন সমস্যা হলে তারা আদালতে আসতে পারে। পাশাপাশি ট্রাই কে আগামী ২৮ ফেব্রুয়ারী এই নিয়ে আদালতে একটি হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

উল্লেখ্য, আশি জন কেবল অপারেটরের মামলার ভিত্তিতে বিচারপতি সিনহা গত মঙ্গলবার তার রায়ে ট্রাই এর নির্দেশের উপরে ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 3 =