কলকাতা 

ছবি বিক্রির টাকার হদিসে মরিয়া সিবিআই –ইডি ; মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়কের বাড়িতে তল্লাশিতে গিয়ে বিক্ষোভের মুখে খালি হাতে ফিরে এল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপি সভাপতি অমিত শাহ অভিযোগ করেছেন মমতাদি নাকি চিট ফান্ডের টাকায় ছবি বিক্রি করেছেন । এর পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়, তৃণমূল নেতা-নেত্রীদের মধ্যে এমনকি খোদ মুখ্যমন্ত্রীও রীতি এ বিষয়টি প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ জানান । এই চ্যালেঞ্জের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায় হানা দিল একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক মানিক মজুমদারের বাড়িতে তল্লাশি চালাতে গেল সিবিআই এবং ইডি কর্তারা।

মুখ্যমন্ত্রী গতকালই বীরভূমে অমিত শাহ ও নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন । এমনকি মানহানি মামলা করারও হুমকি দেন । ঠিক তা পরদিনেই অর্থাৎ বৃহস্পতিবারেই দেখা গেল অন্য ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রি এবং সেই সংক্রান্ত তথ্য পেতে তাঁরই প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে হানা দিল ইডি এবং সিবিআই। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস পার্টির আর্থিক লেনদেনের মধ্যেও নানাবিধ গরমিল রয়েছে বলে অভিযোগ করেছে দুই কেন্দ্রীয়  তদন্তকারী সংস্থা।

Advertisement

মানিক মজুমদার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই কাছের মানুষ। মমতার রাজনৈতিক জীবনের শুরুর দিন থেকেই তাঁর পাশে ছিলেন মানিকবাবু। তৃণমূল কংগ্রেসের যাত্রা শুরুর সময়েও মমতার পাশে ছিলেন। মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর থেকে দলনেত্রীর প্রায় সব কাজই তিনিই দেখাশোনা করতেন।

জানা গিয়েছে, এদিন সকালে মানিক মজুমদারের কালীঘাটের বাড়িতে তল্লাশির উদ্দেশ্যে গেলেও ব্যর্থ হয়েছে ইডিসিবিআই আধিকারিকদের প্রয়াস। স্থানীয় কিছু বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে তাঁদের ফিরে আসতে হয়।


শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 − five =