কলকাতা 

সিবিআই দেরি করে ফেলেছে মুখ্যমন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সীর তল্লাসী নিয়ে প্রতিক্রিয়া কংগ্রেস নেতা সরদার আমজাদ আলীর

শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  মুখ্যমন্ত্রীর ছবি বিক্রির অর্থ কোথায় গেল ? তা খুঁজতে সিবিআই অনেক দেরি করে ফেলেছে বলে দাবি করলেন কংগ্রেস নেতা ও আইনজীবী সরদার আমজাদ আলী । মুখ্যমন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক মানিক মুজমদারের বাড়িতে সিবিআই ও ইডি হানার বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রাক্তন সাংসদ ও আইনজীবী সরদার আমজাদ আলী বলেছেন , মুকুল রায় যখন প্রথমবার সিবিআই অফিসে গিয়েছিলেন তখনই তিনি বলে এসেছিলেন দলের যাবতীয় হিসাব নিকেশ সব মানিক মুজমদারের কাছে আছে । কিন্ত সেই সময় সিবিআই-র সেই তৎপরতা চোখে পড়েনি ।

তাহলে হঠাৎ আজ কেন ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন তা বলতে পারব না । কিন্ত সিবিআই মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়কের পিছনে না ঘুরে যারা রাঘব বোয়াল তাদের পেছনে ঘুরলে ভালো করত । মানিক মজুমদারের বাড়িতে গিয়ে এখন আর কিছু পাবে কি ? সরদার আমজাদ আলী প্রশ্ন তোলেন যে সব গরীব মানুষের টাকা চলে গেছে তাদের টাকা ফেরতের জন্য কী করছে সিবিআই সেটা এখন মানুষ জানতে চাইছে ?

Advertisement

তবে যাইহোক দেরিতে হলেও সিবিআই যে কাজটা শুরু করেছে সেটা ভাল তবে শেষ কবে করবে ? না  চলতেই থাকবে বলে তিনি মন্তব্য করেন । সুব্রত বক্সী ,ডেরেক ও ব্রায়েন ও মুকুল রায়কেও একই মামলায় আবার ডেকে পাঠিয়েছে সিবিআই । এ থেকে স্পষ্ট সিবিআই হয়তো কিছুটা কাজ করার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন । তবে মানিক মুজমদারের বাড়িতে সিবিআই –ইডি তল্লাশীতে গিয়ে যেভাবে হেনস্থা ও বিক্ষোভের মুখে পড়েছে তার নিন্দা করেছেন এই প্রবীণ কংগ্রেস নেতা । তিনি বলেন ,তদন্তকারী সংস্থার কাজ কর্মে সহযোগিতা করা উচিত । তা না করে আজ যেটা হয়েছে সেটা বাঞ্ছনীয় নয় ।


শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − one =