দেশ 

মোদী সরকার প্রথা ভেঙে কী পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  আগামী ১ ফেব্রূয়ারি নরেন্দ্র মোদী সরকার বাজেট পেশ করতে চলেছে । তবে তা অন্তবর্তী বাজেট নয়, পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। স্বাধীনতার পর  সব ঐতিহ্য ভেঙে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন বর্তমানে অর্থমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়াল। অর্থমন্ত্রী অরুণ জেটলি বিদেশে চিকিৎসাধীন। তাঁর অনুপস্থিতিতে শুক্রবার বাজেট পেশ করতে চলেছেন পীযূষ গোয়াল।

এতদিন ধরে নিয়ম ছিল সাধারণত নির্বাচনের বছরে ভোট অন অ্যাকাউন্ট পেশ করে থাকে বিদায়ী সরকার। পরে নতুন সরকার এসে বছরের বাকি সময়ের জন্য বাজেট পেশ করে। এসব ক্ষেত্রে আর্থিক বছরের প্রথম তিনমাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করে জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করে নতুন সরকার। এর আগে দেখা দিয়েছে তৎকালীন সরকার ভোট অন অ্যাকাউন্টে বড় ঘোষণা করেছে। যা নির্বাচনে শাসকদলকেই সাহায্য করেছে।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা এর আগে বলেছিলেন কোনও বাজেট মানেই পুরো বাজেট। অন্য বছরের সাধারণ বাজেটের মতোই পয়লা ফেব্রুয়ারির বাজেট পেশ করা হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, বাজেটকে সামনে রেখেই বিজেপি বহু মানুষের মন পেতে চাইছে। যাঁর মধ্যে ব্যবসায়ী থেকে শুরু করে উচ্চবর্ণের মানুষ যেমন রয়েছেন, দলিত, ওবিসিরা, আদিবাসীরাও রয়েছেন এর মধ্যে। যদিও কংগ্রেস ইতিমধ্যেই বিজেপিকে ঐহিত্য ভাঙা দিয়ে হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তারা বলেছে সরকার যেন কোনওভাবেই পূর্ণাঙ্গ বাজেট পেশ না করে। ভোট অন অ্যাকাউন্ট মানে আর্থিক বছরের প্রথম ৩ মাসের কাজ চালানোর বাজেট। পাল্টা দিয়েছে বিজেপিও। তারা বলেছে আগেকার কংগ্রেস সরকারই প্রথা ভেঙে এসেছে। ফলে এনিয়ে বলার কোনও অধিকার কংগ্রেসের নেই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven − two =