কলকাতা 

আমডাঙার দুই পঞ্চায়েতে বোর্ড গঠনে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  রাজ্যের সব পঞ্চায়েত বোর্ড গঠন হয়ে গেলেও আইন-শৃঙ্খলার অবনতির কারণে উত্তর ২৪ পরগণার আমডাঙার তিনটি পঞ্চায়েতে বোর্ড এখনও হয়নি । তাই ৩১ জানুয়ারি আমডাঙার তিন পঞ্চায়েত মরিচা,বোদাই,তারাবেরিয়ায় বোর্ড গঠনের দিন স্থির করেছিল উত্তর ২৪পরগনা জেলা প্রশাসন। এরইমধ্যে গত সোমবার বোদাই ও তারাবেরিয়া পঞ্চায়েতের বোর্ড সুষ্ঠভাবে গঠনের জন্য হাইকোর্টে মামলা করে সিপিএম।

এর জেরে বোর্ড গঠনের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আপাতত আমডাঙার ওই দুই পঞ্চায়েতে বোর্ড গঠন হচ্ছে না। ১২ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। ওই দিন রাজ্য সরকারের প্রতিনিধিকেও আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Advertisement

আমডাঙার তিন পঞ্চায়েতের বিরোধী দলের জনপ্রতিনিধিরা যাতে সুষ্ঠুভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছে সিপিএম। গতকাল বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে মামলার শুনানি হয়। সিপিএম-এর পক্ষে মামলা লড়েন বিকাশরঞ্জন ভট্টাচার্য ও শামিম আহমেদ। রাজ্যের তরফে ছিলেন অমিতেশ বন্দ্যোপাধ্যায়। সিপিএম ও রাজ্য সরকারের বক্তব্য শোনার পর বিচারপতি বোদাই ও তারাবেরিয়া এই দুই পঞ্চায়েতের বোর্ড গঠনের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন।

এই বিষয়ে অবশ্য  উত্তর ২৪পরগনার জেলাশাসক অন্তরা আচার্য সংবাদ-মাধ্যমকে বলেছেন , “আদালতের কপি এখনও হাতে পাইনি। তাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে পারব না।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight + 15 =