কলকাতা 

আইন-শৃঙ্খলা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ শহরে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ , বৃহস্পতিবার সব রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আসন্ন লোকসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সংশ্লিষ্ট যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আগামীকাল রাতে রাজ্যে আসছে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে আসা তিন সদস্যের এই প্রতিনিধি দলে কমিশনার অশোক লাভাসাও থাকবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার তারা সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদা ভাবে বৈঠক করবেন।
পরে জেলাশাসক, জেলা পুলিশ সুপারদের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কর্মসূচী রয়েছে। শুক্রবার কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতা পুলিশের নগরপাল, রাজ্য পুলিশের মহানির্দেশক এর সঙ্গে বৈঠক করবে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও সহ নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কর্মসূচী রয়েছে। ঐদিনই তারা দিল্লি ফিরে যাবেন। এদিকে শারিরীক ভাবে অক্ষম ও প্রবীন ভোটারদের জন্যে নির্বাচন কমিশন রাজ্যের  ভোট গ্রহন কেন্দ্রে র‍্যাম্প তৈরির নির্দেশ দিয়েছে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × five =