জেলা 

রাজ্যে শিক্ষা ব্যবস্থা তলানিতে এসে ঠেকেছে : সোমেন মিত্র

শেয়ার করুন
  • 39
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । তিনি আজ হুগলি চচুঁড়া শহরে কংগ্রেস দলের আইন-অমান্য কর্মসূচিতে অংশ নেন । সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাফাল ইস্যুতে তীব্র আক্রমণ করেন মোদী সরকারকে । তিনি বলেন , রাজীব গান্ধীর আমলে যখন বোর্ফস মামলা সামনে আসে । তিনি সঙ্গে সঙ্গে জেপিসি গঠন করেন । কিন্ত মোদীজির বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠেছে তা সত্ত্বে তিনি জেপিসি গঠন কেন করছেন না ? তিনি আরও বলেন , এখন আর উন্নয়নের গল্প কিংবা আচ্ছে দিনের স্বপ্নের কথা বলা হয় না ; এখন বলা হচ্ছে রাম মন্দির তৈরির কথা বলা হচ্ছে । ধর্মের দেশ ভাগের চেষ্টা হচ্ছে । অন্যদিকে , আমাদের রাজ্য সরকার রাম মন্দিরের বদলে সূর্য মন্দিরের কথা বলছে । বিজেপি বেশি হিন্দু না তৃণমূল বেশি হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়েছে । এটা বাংলার সংস্কৃতি ছিল না । বাংলার ঐতিহ্য সম্প্রীতি আজ বিপন্ন  বলে সোমেন মিত্র মন্তব্য করেন ।

তিনি আরও বলেন ,রাজ্যের শিক্ষা ব্যবস্থা চূড়ান্ত ভাবে ভেঙে পড়েছে । শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠেছে । কিছু দিন আগে টাকার বিনিময়ে ছাত্রনেতারা কলেজে ভর্তির সুযোগ করে দিচ্ছিল । আর আজ আবার এসেছে ইন্টার্ন শিক্ষক । সিভিক শিক্ষক ।

Advertisement

এদিনের আইন-অমান্য কর্মসূচিতেও ভিড় ছিল লক্ষনীয় । এআইসিসির সাধারণ সম্পাদক গৌরব গগই ও জেলা কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন ।

 


শেয়ার করুন
  • 39
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − seven =