দেশ 

রাহুল –পরিকর বৈঠক কি নিছক সৌজন্য সাক্ষাৎকার ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সৌজন্যের রাজনীতিতে কংগ্রেস দল বরাবরই নজীর তৈরি করেছে । শোনা যায় , জরুরি অবস্থার সময়েও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর বিরোধীদের খোঁজ-খবর রাখতেন । সেটা জেলে থাকা বিরোধী নেতাদেরকেও বাদ দিতেন । এহেন পরিবারেরই সন্তান বর্তমান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও রাজনীতি ময়দানে দাঁড়িয়েও সেই সৌজন্যতা প্রকাশ করে চলেছেন । যদিও আমাদের প্রধানমন্ত্রী সেই সৌজন্যতার ধার পাশ দিয়ে যেতে পচ্ছন্দ করেন না । তবু রাহুল তাঁর সৌজন্যতা বজায় রেখেই চলেন । প্রজাতন্ত্র ‍দিবসের দিন রাহুল গান্ধীকে এড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী । ঠিক তার দুদিন পর রাহুল রাফাল নিয়ে আবার কড়া ভাষায় টুইটে মন্তব্য করেন । রাফাল বিতর্কে মনোহর পরিকরের নাম জড়িয়ে একের পর এক বিস্ফোরক টুইটের পরের দিনই তাঁর সঙ্গে দেখা করলেন রাহুল।

কিছু দিন আগেই গোয়ার মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে  রাফাল যুদ্ধ বিমান প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেন রাহুল। একটি অডিও টেপ দেখিয়ে কংগ্রেস দাবি করে গোয়া মন্ত্রিসভার বৈঠকে পরিকর বলেছেন, রাফাল ফাইল তাঁর শোবার ঘরে আছে। সেই অডিও টেপের সত্যতা সম্পর্কে কোনও অনিশ্চয়তা বা সংশয় নেই বলে মনে করেন রাহুল।

Advertisement

এর পর সোমবার রাফাল এবং পরিকরকে জড়িয়ে একগুচ্ছ টুইট করেন রাহুল। তিনি বলেনঅডিও টেপ প্রকাশ্যে আসার পর তিরিশ দিন কেটে গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কোনো এফআইআরও দায়ের হয়নি। এটা স্পষ্ট যে অডিও টেপ বৈধ এবং গোয়ার মুখ্যমন্ত্রীর কাছে সেই ফাইল আছে। আর সেই ফাইলের জন্যই তিনি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি ক্ষমতাবান।

এই টুইটের ২৪ ঘণ্টা কাটার আগেই রাহুল গান্ধী গিয়ে ছিলেন গোয়ায় সেখানে গোয়া বিধানসভায় কংগ্রেস বিধায়কদের সঙ্গে তিনি বৈঠক করেন সেই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী পরিকরের সঙ্গে দেখা করেন রাহুল। কংগ্রেসের পক্ষ থেকে এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎকার বলা হয়েছে মনে করা হচ্ছে , বেশ কয়েকমাস ধরেই অসুস্থ পরিকর। ক্যানসারের চিকিৎসার জন্য বার তিনেক বিদেশেও গিয়েছেন তিনি। পরিকরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই তাঁর সঙ্গে দেখা করেন কংগ্রেস সভাপতি।  তবে সংবাদে প্রকাশ ৫জন বিজেপি বিধায়ক কংগ্রেসে যোগ দিতে পারেন আর এই জন কংগ্রেসে যোগ দিলেই গোয়াতে কংগ্রেসের সরকার গড়তে অসুবিধা হওয়ার কথা নয় এই প্রেক্ষাপটে রাহুলপরিকরের বৈঠককে নিছক সৌজন্য সাক্ষাৎকার বলে মানতে চাইছে না রাজনৈতিক মহল


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 4 =