দেশ 

চলে গেলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ প্রয়াত। ৮৮ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর তাঁর জীবনাবসান হয়। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। দীর্ঘদিন ধরে পার্কিসন্স ও অ্যালজাইমার রোগে আক্রান্ত ছিলেন জর্জ ফার্নান্ডেজ।কর্ণাটকের ম্যাঙ্গালুরুর বাসিন্দা জর্জ ফার্নান্ডেজ ছিলেন জনতা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

তাঁর হাত ধরেই সমতা পার্টি যাত্রা শুরু করে। ম্যাঙ্গালোরির ক্যাথলিক জর্জ ফার্নান্ডেজ অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন এনডিএ সরকারের তরফে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও মোরারজি দেশাইের মন্ত্রিসভাতেও তিনি অন্যতম সদস্য ছিলেন। উল্লেখ্য, ২০১০ সাল থেকে তিনি অ্যালজাইমারে আক্রান্ত ছিলেন। সেই সময় হরিদ্বারে রামদেব বাবার আশ্রমে বহুদিন ধরে আয়ুর্বেদিক চিকিৎসাধীন ছিলেন এই প্রাক্তন মন্ত্রী।

Advertisement

তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five − three =