কলকাতা 

পঞ্চায়েত নির্বাচনে কাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে যাওয়া হরদয়ালকে ৫ লাখ টাকা সাহায্য কমিশনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : গত পঞ্চায়েত নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসাবে কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে শারীরিক ভাবে পঙ্গু হয়ে যাওয়ায় রাজ্য নির্বাচন কমিশন শিক্ষক হরদয়াল কর্মকারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরন দিয়েছে। উল্লেখ্য গতবারই নির্বাচন কমিশন নির্বাচনের সময় দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীদের কোনভাবে অঙ্গহানি হলে তার জন্যে ক্ষতিপূরন দেওয়ার কথা ঘোষনা করেছিল।

গত বছর মে মাসে পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বোগড়ার বিবেকানন্দ মিশন হাইস্কুলের শিক্ষক হরদয়ালবাবু সালানপুরের ফুলবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং অফিসার হিসাবে কাজ করার সময় বুথের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তারফলে তার শরীরের ৬০ শতাংশ অংশ অসাড় হয়ে যায়। এরপরে কমিশনের নির্দেশে মেডিক্যাল বোর্ড বসানো হলে সেই বোর্ডের রিপোর্টের ভিত্তিতেই কমিশন তাঁকে ক্ষতিপূরন দেওয়ার সিদ্ধান্ত নেয়।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five − five =