কলকাতা 

ফায়ার অডিট শুরু করছে রাজ্য সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : অগ্নিনির্বাপন ব্যবস্থায় কোথায় কোথায় ত্রূটি রয়েছে তা সারিয়ে একটা সুরক্ষিত অগ্নি নির্বাপন ব্যবস্থা গড়ে তুলতে রাজ্য সরকার আজ থেকে বিভিন্ন শপিং মল, ব্যবসায়িক কেন্দ্র, বহুতল সহ বিভিন্ন গুরূত্বপূর্ন জায়গায় ফায়ার অডিট শুরু করেছে। দমকল মন্ত্রী সুজিত বসু আগামী কয়েকদিন শহর ও শহরতলির এইরকম তেইশটি জায়গা পরিদর্শন করবেন বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।

এছাড়াও দপ্তরের আধিকারিকরা প্রতি মাসে আরও একশোটি করে জায়গা অডিট করবেন তিনি জানান। এর প্রথম ধাপ হিসাবে মন্ত্রী আজ উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর সংলগ্ন একটি শপিং মল পরিদর্শন করেন। আগামী দিনে তিনি যশোর রোডের ডায়মন্ড প্লাজা, সেক্টর ফাইভের আইটি পার্ক, শহরের বড় বড় শপিং মলগুলি পরিদর্শন করবেন। কোথাও ত্রূটি থাকলে সংস্থাকে প্রথমে নোটিশ ধরানো হবে পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানান।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − 16 =