দেশ 

আইআরসিটিসি কেলেঙ্কারী মামলায় জামিন পেলেন লালু প্রসাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আইআরসিটিসি কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট সোমবার লালুপ্রসাদ যাদব এবং তাঁর পরিবারের সদস্যদের জামিন দেয় । সিবিআই-এর তরফ থেকে লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবারের বিরুদ্ধে রেলমন্ত্রী থাকাকালীন আইআরসিটিসি কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছিল। দিল্লির পাটিয়ালা হাউসকোর্টে অভিযোগ দায়ের করেছিল সিবিআই।

এর আগে ডিসেম্বরে লালুপ্রসাদ যাদবকে আইআরসিটিসি-র দুটি মামলায় অন্তবর্তী জামিন দিয়েছিল আদালত।

Advertisement

প্রাক্তন রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর পরিবারের সদস্য এবং আইআরসিটিসির আধিকারিকদের যোগসাজসে পুরী এবং রাঁচির আইআরসিটিসির হোটেলের  কন্ট্রাক্ট বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

এই মুহূর্তে পশুখাদ্য মামলায় বন্দি হয়ে রাঁচির জেলে রয়েছেন লালুপ্রসাদ যাদব। অসুস্থ থাকায় আদালতের শুনানিতে অংশগ্রহণ না করতে পারলেও, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি বন্দোবস্ত করা হয়েছিল এর আগে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine + 1 =