কলকাতা 

ব্রিগেড সমাবেশের আগে সিপিএমের কাছে দুঃসংবাদ ; গৌতম দেব গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ব্রিগেড সমাবেশের আগে সিপিএম দলের ভোকাল টনিক  গৌতম দেব গুরুতর অসুস্থ হয়ে পড়লেন । নিঃসন্দেহে সিপিএমের কাছে বড়ই খারাপ খবর । ফলে আগামী ৩ ফেব্রূয়ারি ব্রিগেডে শোনা যাবে না গৌতম দেবের ভাষণ ।

জানা গেছে সোমবার দুপুরে বাড়িতেই  পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙল সিপিআইএম নেতা গৌতম দেবের। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, কোমরের হাড় ভেঙেছে তার। ভাঙা হাড় জোড়া লাগাতে দিনকয়েক পরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন গৌতমবাবু। সোমবার দুপুরে হঠাত্ই অসুস্থ বোধ করেন তিনি। ভারসাম্য হারিয়ে পড়ে যান। তাঁর পায়ে ও কোমরে চোট লাগে। তড়িঘড়ি আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়  তাঁকে। এক্সরে রিপোর্টে জানা যায় গৌতম দেবের কোমরের হাড়ে চিড় ধরেছে। ফলে আপাতত হাসপাতালেই থাকতে হবে তাঁকে। স্নায়ুর চিকিত্সার জন্য যে সব ওষুধ খেতে হয় গৌতমবাবুকে তার প্রভাব কাটলে কয়েকদিন পরে হবে অস্ত্রোপচার। ফলে আগামী ৩ ফেব্রুয়ারির ব্রিগেডে শোনা যাবে না গৌতম দেবের ভোকাল টনিক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 4 =