দেশ 

প্রিয়াংকা নাকি মানসিক রোগী , রাজনীতিতে আসা তার উচিত হয়নি বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কয়েকদিন আগে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা রেখেছেন প্রিয়াঙ্কা গান্ধী তাঁকে নিয়ে বিজেপি দলের নেতারা নানা বিতর্কিত মন্তব্য করে চলেছেন ।  এবার ইন্দিরা গান্ধীর নাতনিকে  নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন প্রিয়াঙ্কা গান্ধী বাইপোলার ডিসঅর্ডার নামক এক মানসিক রোগে ভুগছেন অনেকদিন ধরে। এই রোগের বৈশিষ্ট্য হল মানুষের মেজাজের কোনও ঠিক থাকে না। এই রোগে আক্রান্ত হলে মানুষ হিংস্র হয়ে ওঠে।

প্রিয়াঙ্কাও হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে উঠে লোকজনকে মারধর করেন ওই রোগের কারণে। এই মানসিক রোগের জন্য প্রিয়াঙ্কার  রাজনীতি ঠিক নয় বলে তাঁকে পরামর্শ দিয়েছেন বিজেপির এই বিতর্কিত সাংসদ।  তিনি আবার এই সাক্ষাৎকারে জনগণেরও  উদ্দেশে সাবধানবানী উচ্চারন করে বলেন, জনসাধারনের উচিত প্রিয়াঙ্কা যখন তখন তাঁর মানসিক স্থিতি হারিয়ে ফেলতে পারেন তাই তাঁর প্রতি সমর্থন না দেখানো । অবশ্য কংগ্রেস নেতারা দাবি করছেন , আসলে প্রিয়াংকা রাজনীতিতে আসার ফলে বিজেপি দিশেহারা হয়ে পড়েছে তাই তাদের নেতারা উল্টোপাল্টা মন্তব্য করছেন ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − 6 =