দেশ 

৭০ তম সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বাংলার সম্প্রীতি ট্যাবলো নজর কাড়ল দেশবাসীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব সময় আলাদা আলাদা বৈচিত্র্য হাজির করে দেশবাসীকে চমকে দেয় । বিশেষ করে সাধারণতন্ত্র দিবস কিংবা স্বাধীনতা দিবসের দিনে রাজধানীতে যেসব ট্যাবলো প্রদর্শিত হয় তাতে বাংলা সব সময় অনন্যতার স্বীকৃতি পায় । এবছর ৭০তম সাধারণতন্ত্র দিবসের সকালে দিল্লির রাজপথে শোনা গেল “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।” রবীন্দ্রনাথের বিখ্যাত গান।

চলতি বছরে পশ্চিমবঙ্গের সরকারের ট্যাবলোর থিম “শান্তিনিকেতন ও বেলেঘাটায় গান্ধিজি”। ট্যাবলোর সামনে দুটি চেয়ারের উপর গান্ধিজি ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি বসানো ছিল। ১৯১৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে শান্তিনিকেতনে গিয়েছিলেন গান্ধিজি। সেখানে “শ্যামলী” নামে একটি বাড়িতে ছিলেন। ট্যাবলোতে সেই বাড়িটির প্রতিকৃতি তুলে ধরা হয়। ট্যাবলো যাওয়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে” বাজানো হয়।

Advertisement

সাম্প্রদায়িক হিংসা রুখতে ১৯৪৭ সালের ১৩ অগাস্ট থেকে কলকাতায় তিনদিনের অনশন শুরু করেন গান্ধিজি। সে সময় তিনি হায়দারি মঞ্জ়িল নামে একটি বাড়িতে ছিলেন। দেশ স্বাধীন হওয়ার দিনও কলকাতাতেই ছিলেন গান্ধিজি। তাই এবারের ট্যাবলোতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দেওয়া হয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × three =