কলকাতা 

সিইএসসির ফিডার বক্সে বিদ্যুতের ওভারলোডের কারনেই গড়িয়াহাট মোড়ের বহুতলে আগুন লেগেছিল, রিপোর্ট দমকলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : সিইএসসির ফিডার বক্সে বিদ্যুতের ওভারলোডের কারনেই সেখান থেকে মিটার বক্সে আগুন লেগে শনিবার গভীর রাতে দক্ষিন কলকাতার গড়িয়াহাট মোড়ে গুরুদাস ম্যানসন নামের বহুতলে আগুন লেগেছিল বলে দমকল দপ্তরে জমা পড়া অগ্নিকান্ডের ফরেন্সিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।

বহুতলটিতে কোন অগ্নিনির্বাপন ব্যবস্থা এবং নজরদারি না থাকায় সেখানে মজুত থাকা দাহ্য বস্তুতে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে রিপোর্টে জানান হয়েছে। উল্লেখ্য গত শনিবার গভীর রাতে গড়িয়াহাটের এই বহুতলটিতে আগুন লাগার ঘটনায় সেখানকার বাসিন্দারা ঘর থেকে বেড়িয়ে আসতে পারলেও দু’টি জনপ্রিয় বস্ত্র বিপনী এবং ফুটপাথের বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় দশ ঘন্টা ধরে লড়াই করে দমকলের ১৯ টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × four =