কলকাতা 

ঘিঞ্জি এলাকায় আগুন নেভানোর জন্য চীনা ফায়ার বল কিনছে রাজ্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কোন ঘিঞ্জি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তা দ্রুত নিয়ন্ত্রনে আনতে রাজ্য দমকল দপ্তর চীনা ফায়ার বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ওই সব এলাকায় দমকলের ইঞ্জিন প্রবেশ করার আগেই আগুনের উৎপত্তিস্থলে ড্রাই মনো অ্যামোনিয়াম ফসফেট নামে রাসায়নিক যুক্ত ঐ বল ছুঁড়ে মারলে আগুনের সংস্পর্শে তা ফেটে গিয়ে দাহ্য বস্তুর উপরে পাউডারের একটি স্তর তৈরি করে আগুন নেভাতে সাহায্য করে।

প্রায় ১২০ ডেসিবেল যুক্ত বিস্ফোরনের আওয়াজ থাকা একটি বলের দাম প্রায় বারোশো টাকা। এই অগ্নিনার্বাপক বল কেনার জন্যে ইতিমধ্যেই দরপত্র ডাকার প্রস্তুতি শুরু হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen + fifteen =