জেলা 

কালা দিবস পালনে ঐক্যবদ্ধ কংগ্রেস ; হাওড়ায় সোমেন-প্রদীপ-আমজাদের ; পুরুলিয়ায় দীপা ও অধীরের নেতৃত্বে আইন-অমান্য

শেয়ার করুন
  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস কর্মীদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে রাজ্য জুড়ে কালা দিবস পালনে ডাক দিয়েছিল প্রদেশ কংগ্রেস । সেই আন্দোলন কর্মসূচিতে দেখা গেল ঐক্যবদ্ধ ছবি । বৃহস্পতিবার হাওড়া জেলা শাসকের অফিসের সামনে আইন-অমান্য আন্দোলনের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র , সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও প্রাক্তন সাংসদ সরদার আমজাদ আলী ।

আজকের হাওড়া জেলার আইন-অমান্য কর্মসুচিতে প্রায় সাত হাজার কংগ্রেস কর্মী অংশ নেন । কেন্দ্রের জনবিরোধী নীতির সমালোচনা করার পাশাপাশি রাজ্য সরকারে জনবিরোধী এবং গনতন্ত্র বিরোধী নীতির বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সরব হন । এদিনের জেলভরো কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ সরদার আমজাদ আলী ,সাংসদ প্রদীপ ভট্টাচার্য , বিধায়ক অসিত মিত্র , সংখ্যালঘু সোলের চেয়ারম্যান বিধায়ক মিল্টন রশিদ প্রমুখ ।

Advertisement

অন্যদিকে , বৃহস্পতিবার পুরুলিয়ায় কালা দিবস পালন ও আইন-অমান্য কর্মসুচিতে অংশ নেন এআইসিসির সাধারন সম্পাদক ও রাজ্যের পর্যবেক্ষক গৌরব গগই ,প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর চৌধুরি  ও দীপা দাশমুন্সী । এখানেও আইন-অমান্য কর্মসুচিকে ঘিরে ভালো জনসমাবেশ লক্ষ্য করো গেছে । রাজ্য কংগ্রেসে বহুদিন পর সব নেতারা এক সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন করছেন । এটা সোমেন মিত্রের নেতৃত্বের পক্ষেই সম্ভব বলে রাজনৈতিক মহল মনে করছেন ।

 


শেয়ার করুন
  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two + twenty =