কলকাতা 

রাজ্যের সাত হাজার ৭২ জন কৃষককে সহায়ক মূল্যে ধান কেনার চেক দিয়েছে রাজ্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : চলতি মরসুমে খাদ্য দপ্তর কুইন্ট্যাল প্রতি ১৭৭০ টাকা সহায়ক মূল্যে এখনও পর্যন্ত রাজ্যের সাত হাজার কৃষকের কাছ থেকে ১৬ লক্ষ ৮৪ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। এজন্যে সাত হাজার ৭২ জন কৃষককে চেক বিলি করা হয়েছে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে ধান বিক্রী করতে চেয়ে এখনও পর্যন্ত এগারো লক্ষ ৫০ হাজার ৪৮৪ জন কৃষক তাদের নাম নথিভুক্ত করেছেন। তাদের কাছ থেকে ধান কেনার জন্যে খাদ্য দপ্তর রাজ্য জুড়ে যে ৪৮৪ টি স্থায়ী ক্রয়কেন্দ্র খুলেছে সেখানে যেন কোন বেআইনি কাজ না হয় তা দেখতে এবং ফোড়েদের উপরে নজরদারিতে সিসিটিভি বসানো হচ্ছে।

Advertisement

এদিকে অস্থায়ী কেন্দ্রগুলিতে ধান কিনতে খাদ্য দপ্তর যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে এবং কম্পিউটার জানা দু’হাজার যুবককে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 − 10 =