কলকাতা 

কলকাতা পুরসভা শীঘ্রই শহরে হকার নীতি চালু করছে : ফিরহাদ হাকিম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কলকাতা পুরসভা শীঘ্রই শহরে হকার নীতি চালু করতে চলেছে। এই লক্ষ্যে কোন রাস্তায় কত হকার আছে তার জন্য শীঘ্রই মেয়র পারিষদ দেবাশিষ কুমারের নেতৃত্বাধীন টাউন ভেন্ডিং কমিটি সমীক্ষার কাজ শুরু করবে। পুরভবনে আজ গড়িয়াহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হকার, হকার সংগ্রাম কমিটির চেয়ারম্যান শক্তিমান ঘোষ, কলকাতা পুলিশ ও দমকলের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতিপূরণের টাকা সরাসরি ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এই সপ্তাহের শেষেই হকারদের জন্য তৈরি করা একটি বিশেষ চাকা লাগানো স্টল তাদেরকে দেখানো হবে। তাদের পছন্দমতই স্টল তৈরি করা হবে। এর পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার না করা, রাস্তার ক্রসিং এর ৫০ ফুট দূরে দোকান লাগানো, ফুটপাথের দুই তৃতীয়াংশ স্থান ছেড়ে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে।
মেয়র বলেন, বর্ষাকালে বৃষ্টির হাত থেকে মাল বাঁচাতে প্রতিটি স্টলে ছাউনি থাকবে, প্রয়োজনে থাইল্যান্ডের দেখাদেখি চৌকো ছাতা হকারদের স্টলের বাইরে দেওয়ার ব্যাপারেও ভাবনাচিন্তা চলছে। শহরে দিন দিন হকার সংখ্যা বাড়ার প্রেক্ষিতে ডালহৌসি, মূল পুরভবনের সামনে হকারদের শুধুমাত্র রাতে ব্যবসা করার অনুমতি দেওয়ার ব্যাপারে পুলিশের সঙ্গে তিনি আলোচনা করবেন বলেও মেয়র জানান।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 4 =