দেশ 

নিরপেক্ষতার অভিযোগ রয়েছে এমন অফিসারদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ নির্বাচন কমিশনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গত নির্বাচনগুলিতে কমিশনের শাস্তির মুখে পড়েছেন এমন কোন প্রশাসনিক আধিকারিককে আগামী লোকসভা নির্বাচন প্রক্রিয়ায় কোনভাবেই ব্যবহার করা যাবে না বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। আগামী লোকসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আজ নবান্নে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বৈঠক করেন।

বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানান হলেও সেখানে কমিশনের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই ধরনের আধিকারিকরা বর্তমানে কে কোথায় কর্মরত রয়েছেন কমিশনের তরফে রাজ্যের কাছে তাদের তালিকাও চেয়ে পাঠানো হয়েছে।

Advertisement

এছাড়া একই জায়গায় তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত রয়েছেন এমন আধিকারিকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের বৈঠকে মূলত রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যর সঙ্গে কমিশনের আলোচনা হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 + eighteen =