দেশ 

নেতাজির জন্মদিনে দিল্লির লালকেল্লায় মিউজিয়াম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৩তম জন্ম দিবসে দেশের সর্বত্র আজ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। সংসদের সেন্ট্রাল হলে বহু বিশিষ্ট ব্যক্তি নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুনদিল্লির লালকেল্লায় নেতাজী সুভাষ চন্দ্র বসু সংগ্রহশালার উদ্বোধন করেন। এই সংগ্রহশালায় নেতাজী সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। নেতাজী সম্পর্কিত নানা তথ্য, তাঁর ব্যবহৃত কাঠের চেয়ার, তরবারি, তাঁর এবং আজাদ হিন্দ ফৌজের সদস্যদের ব্যবহৃত পোষাক রয়েছে এই সংগ্রহশালায়।
জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রামাণ্য বিবরণ সহ, ইয়াদ-ই-জালিয়ান নামে সংগ্রহশালাটিও শ্রী মোদি উদ্বোধন করেন। এই সংগ্রহশালায় প্রথম বিশ্বযুদ্ধে, ভারতীয় সেনাদের শৌর্য, সাহস ও আত্মত্যাগের নিদর্শন রাখা রয়েছে।
ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের ওপর একটি সংগ্রহশালাও প্রধানমন্ত্রী পরিদর্শন করেন। উল্লেখ্য, নেতাজীর প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রস আইল্যান্ড্যের নাম করেছে নেতাজী সুভাষ চন্দ্র বসু দ্বীপ। ভারত সরকার ইতিমধ্যেই নেতাজী সম্পর্কিত ১০০টি ফাইল প্রকাশ্যে এনেছে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + 1 =