জেলা 

বাংলায় ক্ষমতায় এলে সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ নয় , সপ্তম বেতন কমিশন চালু করবে বিজেপি প্রতিশ্রুতি অমিতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলেই সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ নয় , সপ্তম বেতন কমিশন কার্যকর কবে হবে । শুধু তাই নয় ,প্রথম ক্যাবিনেট বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  মালদহের সভা থেকে এই প্রতিশ্রুতি দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

তাঁর বক্তবে উঠে আসে রাজ্যের  সরকারি কর্মীদের  ডিএ এবং পে কমিশনের প্রসঙ্গ। সেখানে অমিত শাহ বলেন কেন্দ্রে এখন সপ্তম পে কমিশন চলছে। আর রাজ্যে ৪-৫ পে কমিশনেরই আটকে রয়েছে।

Advertisement

তিনি বলেন এবারের লোকসভা ভোটে  ইঞ্চিতে ইঞ্চিতে বুধে নেবে বিজেপি। প্রত্যেক বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উপড়ে ফেলতে হবে। নিজের বক্তব্যের শুরুতেই আহ্বান জানান অমিত শাহ। আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে পশ্চিমবঙ্গ সরকারের সরে যাওয়ারও সমালোচনা করেন অমিত শাহ। তিনি প্রশ্ন করেন, প্রতিবেশী, বিহার, ঝাড়খণ্ডের বাসিন্দারা ৫ লক্ষ টাকা করে সাহায্য পেতে পারেন, তাহলে কেন এরাজ্যের বাসিন্দারা পাবেন না।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 + 14 =