দেশ 

রাহুল গান্ধীর নেতৃত্বাধীন মহাজোটই হল বিজেপির একমাত্র বিকল্প বলে দাবি করলেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী

শেয়ার করুন
  • 39
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপি বিরোধী দলগুলির কাছে ক্রমশই রাহুল গান্ধীর নেতৃত্ব গ্রহনযোগ্য হয়ে উঠছে । স্টালিন , শারদ পাওয়ারের পর এবার লালু পুত্র তেজস্বী যাদবও মনে করেন বিজেপি বিরোধী মহাজেটের নেতৃত্ব একমাত্র কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীই দিতে পারেন । তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই বলে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব মনে করেন ।

তিনি মনে করেন , কেন্দ্রের বিজেপি ও মোদী বিরোধী জোটের একমাত্র গ্রহণযোগ্য নেতা হতে পারেন রাহুল গান্ধী । শুধু তাই নয় বিরোধীদের মধ্যে ঐক্য বজায় রেখে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র কংগ্রেসের আছে বলে সাংবাদিকদের জানালেন, লালু-পুত্র তেজস্বী যাদব। শনিবারই ব্রিগেডের মহাসমাবেশ থেকে মোদী-অপসারণের ডাক দিয়েছিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। ২৩টি দলের মহাজোটের মঞ্চ থেকে এক সুরে তিনি আওয়াজ তুলেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে।

Advertisement

লালু পুত্রের মতে ,সমগ্র  দেশে সাংগঠনিক শক্তির বিচারে কংগ্রেসই বিজেপির প্রধান প্রতিপক্ষ। কংগ্রেস এখনও অনেক রাজ্যে বিজেপিকে এককভাবে চ্যালেঞ্জ জানাতে পারে বলে তেজস্বী যাদব মনে করেন। এর চেয়েও বড় কথা কংগ্রেস বিজেপিকে এর আগে হারিয়ে ক্ষমতা দখল করেছে । সুতরাং তার জেতার পূর্ব অভিঞ্জতা রয়েছে । তাই বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনে করেন , বিজেপির বিকল্প একমাত্র কংগ্রেসই । এর বাইরে আর কেউ হতে পারে বলে তিনি মনে করেন না ।

গতকালই ব্রিগেডের সমাবেশ থেকে সবাই ঐক্যমত্য হয়েছিলেন, প্রথম লক্ষ্য কেন্দ্রের সরকারের পরিবর্তন। পরে স্থির হবে কে হবেন জোটের নেতা, কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। যৌথ নেতৃত্বেই চলবে বিরোধী মহাজোট। একদিনের মধ্যেই মত বদলে লালু-পুত্র বললেন কংগ্রেসের নেতৃত্বই মানতে হবে বিরোধী সবাইকে।
দেশের বিজেপি বিরোধী দলগুলির মধ্যে ডিএমকে  নেতা স্টালিন প্রকাশ্যেই রাহুল গান্ধীকে পরবর্তী প্রধানমন্ত্রী বলে অভিহিত করেছেন । মহারাষ্ট্রের এনসিপি নেতা শারদ পাওয়ারও মনে করেন বিজেপি বিরোধী জোটের একমাত্র গ্রহণযোগ্য নেতা রাহুল । এরপর তেজস্বী যাদবের এই মন্তব্য রাহুলের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিল মনে করা হচ্ছে । আগামী দিনে কংগ্রেস তো বটেই, অন্য বিরোধী নেতারাও রাহুল গান্ধীকেই জোটের নেতা হিসাবে তুলে ধরবেন বলে রাজনৈতিক মহল মনে করছেন।

আজ স্পষ্ট করে সংবাদ সংস্থাকে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব  কংগ্রেসের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচনের আগে হোক বা পরে কংগ্রেসের নেতৃত্ব মানতে  তাদের কোনও আপত্তি নেই ।

প্রসঙ্গত উল্লেখ্য , রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস দল বিজেপি বিরোধী জোটের ক্ষেত্রে যে নমনীয়তা দেখিয়েছে তাতে দেশের অধিকাংশ আঞ্চলিক দলগুলি এখন কংগ্রেসের পাশে দাঁড়াতে চাইছে । কারণ বিজেপি শাসন ক্ষমতায় আসার পরেই আঞ্চলিক দলগুলিকে খতম করার লক্ষে কাজ শুরু করেছে । এতে আঞ্চলিক দলগুলি বিপদের গন্ধ পাচ্ছে । আগামী দিনে যদি পুনরায় বিজেপি দিল্লিতে ক্ষমতা দখল করে সেক্ষেত্রে আঞ্চলিক দলগুলির অস্বস্তি প্রশ্নের মুখে এসে দাঁড়াবে ।


শেয়ার করুন
  • 39
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 5 =