কলকাতা 

প্রদেশ নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন লোকসভা নির্বাচনে আদৌ কারও সঙ্গে জোট হবে কিনা ; দল আত্ম-সম্মান বিসর্জন দিয়ে জোট করবে না : সোমেন মিত্র

শেয়ার করুন
  • 41
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং রাজ্য কংগ্রেসের নেতারা আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বাম কিংবা তৃণমূলের সঙ্গে জোট করবেন কিনা সিদ্ধান্ত নেবেন । সেই সিদ্ধান্তই কার্যকরী করবে এআইসিসি । জোর করে রাজ্য কংগ্রেসের উপর জোট চাপিয়ে দেওয়া হবে না বলে বিশেষ সূত্রে জানা গেছে । তবে , একথা ঠিক সোমেন মিত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ব্রিগেডের সমাবেশে কংগ্রেসের নেতৃত্ব যোগ দেওয়া মানে তৃণমূলের সঙ্গে জোট হবে এটা ঠিক নয় । তিনি আরও বলেছেন , তৃণমূলের সঙ্গে কোনো জোট হবে না । কংগ্রেস দল আত্ম-সম্মান বিসর্জন দিয়ে কারও সঙ্গে জোট করবে না ।

বিশেষ করে গতকাল মমতার ডাকা মোদী বিরোধী সমাবেশে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদ অভিষেক মনু সিংভি উপস্থিত ছিলেন । তাঁরা দুজনে মোদী এবং বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখেন । এরপরেই রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়ে যায় কংগ্রেস-তৃণমূলের জোট নিয়ে । তবে ব্রিগেড সভায় দাঁড়িয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের একটি বক্তব্যে বিশেষ তাৎপর্য বহন করছে । তিনি এদিন বলেন , মনের মিল থাকুক আর না থাকুক ; হাত মেলাতে তো বাধা নেই । এই বক্তব্যে পরিস্কার শুধু মাত্র বিজেপি এবং মোদী সরকারকে দিল্লি থেকে হঠানোর লক্ষ্যে এই জোটের সভায় তিনি এসেছেন ।

Advertisement

ওইদিনই প্রদেশ কংগ্রেস দফতরে সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন , বিজেপি বিরোধী সমাবেশে যোগ দিয়েছি মাত্র । এতে নতুন কিছু নেই । এর মানে এই নয় যে তৃণমূলের সঙ্গে জোট হবেই । আর জোট হবে কিনা তা নিয়ে প্রদেশ কংগ্রেসের বক্তব্য বেশি গুরুত্ব পাবে । তাদের পরামর্শ মতই জোট হবে কিংবা হবে না ।

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র মনে করেন , দলকে নিজের পায়ে দাঁড়াতে হবে । তাই একা লড়াই করলে ভাল । তা না হলে বামেদের সঙ্গে জোট করে লড়া যেতে পারে । তবে বিশেষ সূত্রে জানা গেছে , আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পরিস্কার হয়ে যাবে এরাজ্যের কংগ্রেস কারও সঙ্গে জোট করবে কিনা ।

 

 

 

 

 

 

 


শেয়ার করুন
  • 41
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 − eleven =