কলকাতা 

মোদী বিরোধী সভায় ইভিএমের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান ফারুক আবদুল্লাহর

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে মমতার ডাকা মোদী বিরোধী জোটের সভায় বক্তব্য রাখতে গিয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ  ইভিএম মেশিনের বিরুদ্ধে মন্তব্য করেন । তিনি বলেন এই মেশিনটা চোর মেশিন আছে । এটার বদল দরকার । বিশ্বের কোনো দেশে এই মেশিন দিয়ে ভোট হয় না , সুতরাং এর বিরুদ্ধে আমাদের এক সাথে লড়তে হবে । মেশিন নয় , ব্যালটে ভোটের দাবিতে প্রয়োজন হলে সবাই মিলে নির্বাচন কমিশনের কাছে দরবার করতে হবে ।

তিনি একই সঙ্গে  বলেন ,মোদীর আমলে দেশের ধর্মনিরপেক্ষ আদর্শ বিপন্ন । সরকারের বিরুদ্ধে কিছু বললেই তাঁকে দেশদ্রোহী বলা হচ্ছে । আমি নিজে মুসলমান কিন্ত একজন ভারতীয় । এটা আমার জন্মভুমি । কাশ্মীরের মানুষও তাই মনে করে । কিন্ত এই সরকার কোনো কিছু মানতে চায় না । দেশে বিভেদ তৈরি করছে । এর বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে । আর আগামী লোকসভা নির্বাচনে যাতে বিজেপি আর ক্ষমতায় না আসে সেই চেষ্টা করতে হবে।

Advertisement

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × four =