কলকাতা 

স্বাধীনতা পর মোদী সরকারই একমাত্র সরকার যে, দেশের সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছে , মোদীর আসল শ্লোগান হল সব কা সাথ ; সব কা নাশ, ব্রিগেডে মমতার সভায় বিস্ফোরক যশবন্ত

শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মমতার আহ্বানে সাড়া দিয়ে মোদী বিরোধী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির অন্যতম নেতা এবং অটলবিহারী বাজপেয়ী সরকারের অর্থ মন্ত্রী যশবন্ত সিনহা বলেন , শুধু মোদী নয় , ভাবনার বদল করতে হবে । বিচার ধারার বদল করতে হবে । তিনি আরও বলেন , স্বাধীনতা পর এই প্রথম এমন একটি সরকার দেশে প্রতিষ্ঠা হয়েছে , যে সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করতে চাইছে । প্রজাতন্ত্র , লোকতন্ত্র ও গণতন্ত্র ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে । তিনি আরও বলেন , মোদীজি প্রায় বলে থাকেন তাঁর সরকার সব কা সাথ সব কা বিকাশে বিশ্বাস করেন । তিনি নাকি সবার বিকাশ করছেন । আসলে তিনি মূল কথাটি বলছেন না । সেটা হল , তিনি সবার সঙ্গে থাকেন কেন জানেন সবার বিনাশ করার জন্য । তাই তার প্রকৃত শ্লোগান হচ্ছে সব কা সাথ , সব কা নাশ । মোদীজি এখন এই কাজটি করে যাচ্ছেন ।

স্বাধীনতার পর এমন একটা প্রধানমন্ত্রী হননি যিনি দেশের সংবিধান ও সাংবিধানিক সংস্থাগুলিকে বিনষ্ট করেছেন ব্যতিক্রম অবশ্যই নরেন্দ্র মোদী । এঁর আমলে দেশের সংবিধান ও ঐতিহ্য দুটিই ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে । তাই পরিবর্তন জরুরি । আর পরিবর্তন করতে হলে অবশ্যই জোটবদ্ধ হতে হবে ।

Advertisement

শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

7 + ten =