কলকাতা 

দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে করা মামলাটি খারিজ করে দিল হাইকোর্ট ; মামলাকারীকে ধমক বিচারপতির

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার আজ সেই মামলাটি খারিজ করে দিয়েছেন। পাশাপাশি তিনি মামলাকারীকে হুশিয়ারী দিয়ে ভবিষ্যতে এই ধরনের মামলা করার ক্ষেত্রে সচেতন হতে বলেন।
উল্লেখ্য ২০১৬ সালের নির্বাচনে বিজেপির রাজ্য সভাপতি তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে শংসাপত্র কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছিলেন তা সঠিক নয় বলে দলের অপর সদস্য অশোক সরকার ২০১৭ সালে আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। এরপরে বিচারপতির নির্দেশে নির্বাচন কমিশন আজ প্রধান বিচারপতির বেঞ্চে দিলীপবাবুর জমা দেওয়া রিপোর্ট দাখিল করলে দেখা যায় দিলীপবাবু ঝাড়্গ্রাম পলিটেকনিক কলেজ থেকে স্নাতক হয়েছেন। এরপরেই বিচারপতি মামলাটি খারিজ করে দেন।

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 1 =