জেলা 

বাংলার সংখ্যালঘুদের পর এবার সোমেন মিত্রের নেতৃত্বের প্রতি আস্থা দেখল আদিবাসীরাও ; জলপাইগুড়িতে কংগ্রেসের আইন-অমান্য কর্মসূচিতে আদিবাসীদের ভিড়

শেয়ার করুন
  • 726
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পর বাংলার সংখ্যালঘু সমাজ নতুন করে কংগ্রেসের প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছে । বেশ কয়েকজন সংখ্যালঘু নেতা ইতিমধ্যেই কংগ্রেসে যোগ দিয়েছেন । এমনকি মধ্য কলকাতার বিখ্যাত মুসলিম পরিবারে এক সন্তান কংগ্রেসে যোগ দিয়ে মধ্য কলকাতায় কংগ্রেসের শক্তিকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে । এরপর মুর্শিদাবাদের সংখ্যালঘু সমাজে কংগ্রেস এখন হুহু করে বাড়ছে। এখানে অধীর চৌধুরি ক্যারিসিমাকে কোনোভাবে ছোট না করেও বলা যেতে পারে সেনাপতির ভূমিকায় সোমেন মিত্রের আর্বিভাব এক্ষেত্রে অনেকটাই অনুকূল পরিস্থিতির সৃষ্টি করেছে ।

অন্যদিকে, শুধু সংখ্যালঘু সমাজেই নয় , রাজ্যের আদিবাসী সমাজেও কংগ্রেস দলকে গ্রহণযোগ্য করে তুলতে অনেকটাই সফল হয়েছেন সোমেন মিত্র । এখন আদিবাসী সমাজ আর শুধু মাত্র সিপিএমের নয় , সেখানে কংগ্রেসও সমানভাবে সংগঠন গড়ে তুলতে সক্ষম হয়েছে । তার প্রমাণ পাওয়া গেল , বুধবারে জলপাইগুড়িতে কংগ্রেসের আইন-অমান্য কর্মসূচিতে । এদিন , দুপুরে জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে আইন অমান্য কর্মসূচির পাশাপাশি কয়েক হাজার কংগ্রেস কর্মী নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলীয় নেতারা। পুলিস ব্যারিকেড ভেঙে আইন অমান্য আন্দোলন করেন তাঁরা। এই অমান্য কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । এছাড়াও এই আন্দোলনে উপস্থিত বিরোধী দলনেতা আবদুল মান্নান , সাংসদ প্রদীপ ভট্টাচার্য , প্রাক্তন সাংসদ ও আইনজীবী সরদার আমজাদ আলী, প্রদেশ কংগ্রেস নেতা ও বিধায়ক শঙ্কর মালাকার,রোহন মিত্র, দেবপ্রসাদ রায়, জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, জলপাইগুড়ি বিধায়ক সুখবিলাস বর্মা,প্রদেশ কংগ্রেস সদস্য অমিত ভট্টাচার্য প্রমুখ কর্মসূচিতে নেতৃত্ব দেন।

Advertisement

এদিনের সভায় কেন্দ্রের বিজেপি সরকারে জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং রাফাল দূনীর্তি নিয়ে সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । এদিনে মিছিলে আদিবাসীদের যোগদান বিশেষ করে আদিবাসী মহিলাদের অংশগ্রহণ প্রদেশ নেতাদের কাছে বিশেষ তাৎপর্য বহন করেছে । তাঁরা মনে করছেন , সংখ্যালঘু সমাজের পর এবার আদিবাসীদের মধ্যে কংগ্রেস দল জনপ্রিয়তা পাচ্ছে ।

 


শেয়ার করুন
  • 726
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × five =