কলকাতা 

রাজ্যের বিভিন্ন শিল্প পার্কে আটটি সংস্থা ৭৫০ কোটি টাকা নতুন বিনিয়োগ প্রস্তাব পাশ রাজ্য মন্ত্রিসভায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের বিভিন্ন শিল্প পার্কে আটটি সংস্থাকে ৭৫০ কোটি টাকা নতুন বিনিয়োগে র প্রস্তাবে আজ রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে মন্ত্রিসভার শিল্প বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে ওই সংস্থাগুলিকে বিভিন্ন শিল্প পার্ক এ  জমি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন।
তিনি বলেন সংস্থাগুলি নতুন উৎপাদন কেন্দ্র তৈরি এবং বর্তমান পরিকাঠামো সম্প্রসারণের জন্য রাজ্য সরকারের কাছে জমি চেয়ে আবেদন জানিয়েছিল।
এরমধ্যে ব্রিটানিয়া সংস্থাকে ৭৫ দশমিক ৩৫ একর জমি দেওয়া হচ্ছে। ওই সংস্থা রাজ্যে নতুন করে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে। অন্যান্য আবেদনকারী সংস্থাগুলিকে রাজ্যের বিভিন্ন শিল্প পার্কে মডিউল তৈরীর জন্য পাঁচ হাজার বর্গফুটের বেশি জায়গা দেওয়া হবে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 5 =