কলকাতা 

ফসল বীমা যোজনা এবং আয়ুষ্মান ভারত এর পর তাজপুর বন্দর প্রকল্প থেকেও বেরিয়ে এল রাজ্য , কেন্দ্রের সাহায্য না নিয়ে তাজপুর ও কুলপিতে বন্দর তৈরি করবে রাজ্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকার ফসল বীমা যোজনা এবং আয়ুষ্মান ভারত এর পর কেন্দ্রীয় সরকারের তাজপুর বন্দর প্রকল্প থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে । রাজ্য একক ভাবেই  ওই সমুদ্র বন্দর তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী  আজ ঘোষণা করেছেন। তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার ওই প্রকল্প নিয়ে অগ্রসর না হওয়াতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অর্থ তথা শিল্প মন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন রাজ্য সরকার একই সঙ্গে  কুলপিতে নদীবন্দর এবং তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরির কাজ শুরু করছে।

কুলপিতে দুটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ওই বন্দর তৈরির ব্যপারে যাবতীয় ছাড়পত্র পাওয়া গেছে। ঐ প্রকল্পের প্রস্তাবিত ব্যয় প্রায় এক হাজার কোটি টাকা। উল্লেখ্য তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরের ৭৪ শতাংশ মালিকানা রাজ্য সরকার কেন্দ্রকে দিয়ে দিয়েছিল।

Advertisement

কিন্তু ওই প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী আগেও একাধিক বার ক্ষোভ প্রকাশ করেছেন। বিলম্বের কারনেই রাজ্য সরকার একক ভাবে ওই বন্দর তৈরির সিদ্ধান্ত নিল বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তবে ওই প্রকল্পে বেসরকারি কোন সংস্থাকে শামিল করা হবে কিনা সে ব্যপারে  এখনও কোন সিদ্ধান্ত হয়নি।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen + 16 =