কলকাতা 

কলকাতার পুরসভার বাজারগুলিতে মহিলাদের জন্য বসছে ভ্রাম্যমান শৌচাগার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুরসভা শহরের বাজারগুলিতে মহিলাদের শৌচকর্মের সুবিধার্থে ভ্রাম্যমান শৌচাগার রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরকম আটটি শৌচাগার কেনার প্রস্তাব দিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে।

পুরসভার বস্তি বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার আজ সাংবাদিকদের বলেন, পুরসভার বাজারগুলি ঘিঞ্জি ও এর মধ্যের রাস্তাগুলি খুব ছোট হওয়ায়  পে এন্ড ইউস টয়লেট তৈরি করা যায়নি। তাই ভ্রাম্যমান টয়লেটের পরিকল্পনা করেছি। আপাতত মহিলাদের কথা ভেবে এটি করা হচ্ছে। পরবর্তীকালে পুরুষরাও ভ্রাম্যমান শৌচাগারে শৌচকর্ম সারতে পারবেন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 + three =