দেশ 

অলোক ভার্মা ইস্যুতে মোদীকে টার্গেট কংগ্রেসের ; বৈঠকের মিনিটস বুক , সিভিসি রিপোর্ট ও বিচারপতি পট্টনায়কের রিপোর্ট জনসমক্ষে আনার দাবি জানালেন খাড়গে

শেয়ার করুন
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই নিজেকে স্বচ্ছ এবং দূনীর্তি মুক্ত মানুষ বলে দাবি করুন কেন বির্তক তাঁর পিছু ছাড়ছে না । সিবিআই-র ডিরেক্টর পদ থেকে অলোক ভার্মাকে অপসারণ  বৈঠকের মিনিটস বুক প্রকাশ্যে আনার দাবি তুলেছেন কংগ্রেস নেতা লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে । তিনি বলেছেন সিবিআই-র সিলেক্ট কমিটির বৈঠকে তিন সদস্য কী কী মন্তব্য করেছেন তা প্রকাশ্যে বিস্তারিত জনসাধারণের জানানোর জন্য প্রকাশ করা হোক তাতেই স্পষ্ট হবে কীভাবে ভার্মাকে অপসারণ করা হয়েছে।

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে আরও দাবি করেছেন, সেই বৈঠকের মিনিটস প্রকাশ সহ সিভিসি রিপোর্ট ও অবসরপ্রাপ্ত বিচারপতি একে পট্টনায়েকের রিপোর্টও পেশ করার দাবি জানিয়েছেন তিনি। এর পাশাপাশি প্রধানমন্ত্রীকে তাঁর অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব সিলেকশন কমিটির বৈঠক ডেকে সিবিআইয়ে স্থায়ী নতুন ডিরেক্টর নিয়োগ করা হোক।
সিবিআই ডিরেক্টরকে রাখা হবে কিনা সেই কমিটির বৈঠকে  প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী, মল্লিকার্জুন খাড়গে ছাড়াও বিচারপতি একে সিকরি ছিলেন। খাড়গের দাবি, সিভিসি রিপোর্টে তেমন কিছু উল্লিখিত না থাকলেও অলোক ভার্মাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেখানে সুপ্রিম কোর্টও ভার্মাকেসরানোর প্রক্রিয়াকে অন্যায্য বলে জানিয়েছে।
নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই কমিটি ২:১ ভোটে ভার্মাকে পদ থেকে সরিয়ে দেয়। খাড়গে তার বিরোধিতা করেছিলেন।

Advertisement

শেয়ার করুন
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − 17 =