কলকাতা 

শিক্ষকের ঘাটতি মেটাতে বিদ্যালয়গুলিতে কলেজ পড়ুয়াদের শিক্ষানবিশ শিক্ষক হিসাবে নিয়োগের ভাবনা মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পঠনপাঠনের মান উন্নয়নে রাজ্য সরকার শিক্ষক কম রয়েছে এমন বিদ্যালয়গুলিতে কলেজ উত্তীর্ন ছাত্র-ছাত্রীদের শিক্ষানবিশ শিক্ষক হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার উন্নয়নের বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ রাজ্য সচিবালয় নবান্ন সংলগ্ন সভাঘরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ২৭টি সরকারি, সরকার পোষিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পাঁচশো পনেরোটি কলেজের অধ্যক্ষ, স্কুল এবং কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান, শিক্ষা সচিবের সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করেন।

বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যের সুন্দরবন, ডুয়ার্সের মত প্রত্যন্ত এলাকার অনেক প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে প্রয়োজনের তুলনায় এখনও অনেক কম শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এই সমস্যার দ্রুত সমাধানে কলেজ উত্তীর্ন স্নাতক ছাত্র-ছাত্রীদের সেই সব শূন্যপদগুলিতে দু’বছরের জন্যে শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্যে প্রাথমিক স্তরে তাদের মাসিক দু’হাজার ও মাধ্যমিক স্তরে আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এই সময়ে যারা ভাল কাজ করবেন তাদেরকে স্থায়ী ভাবে নিয়োগ করার বিষয়টিও ভাবনা চিন্তা করা হবে বলে তিনি জানিয়েছেন।

Advertisement

পাশাপাশি যে সব স্কুল, কলেজে শিক্ষক ও ছাত্রের মধ্যে অসামঞ্জস্যতা রয়েছে সেখানে কিভাবে ভারসাম্য আনা যায় তা খতিয়ে দেখতে মুখ্যসচিব মলয় দে-র নেতৃত্বে একটি কমিটি গড়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এই কমিটিকে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে জেলার বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশুনোর মান উন্নয়নে শহরের নামিদামি বিশ্ববিদ্যালয়গুলিকে এগিয়ে এসে তাদের সঙ্গে কাজ করতে মুখ্যমন্ত্রী এদিন শিক্ষামন্ত্রীর নেতৃত্বে যাদবপুর, প্রেসিডেন্সি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উচ্চ শিক্ষা সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করেছেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশুনোর মান উন্নয়ন ও পরিকাঠামোর উন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন রাজ্যের প্রতিষ্ঠানগুলিকে কোন অনুদান দিচ্ছে না বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এদিন বৈঠকে অভিযোগ করেন। জবাবে মুখ্যমন্ত্রী এইসব প্রতিষ্ঠানকে রাজ্যের নিজস্ব তহবিল থেকে অর্থ সাহায্য করার প্রতিশ্রুতি দেন।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

7 − 6 =