কলকাতা 

এন আর এস হাসপাতালে ১৬ কুকুর শাবকের মৃত্যুর ঘটনার তদন্তের দাবি জানাল কলকাতা পুরসভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কলকাতা পুরসভা  এন আর এস হাসপাতালে ১৬ কুকুর শাবকের মৃত্যুর ঘটনার তদন্তের দাবি জানিয়েছে। পুরভবনে আজ ডেপুটি মেয়র  অতীন ঘোষ সাংবাদিকদের বলেন, তদন্তের দাবি জানিয়ে ইতিমধ্যেই এন আর এস হাসপাতাল কর্তৃপক্ষ ও এন্টালি থানাকে পুরসভার তরফে চিঠি পাঠানো হয়েছে।

তিনি বলেন, গতকাল ১৬ কুকুর শাবকের মৃত্যুর খবর পেয়েই পুরসভার একটি দল হাসপাতালে যায়। আজ সকালেও পুরসভার দুটি দল হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে মৃত কুকুরগুলির ময়নাতদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালে চত্বরে ঘুরে বেড়ানো কুকুরগুলির নির্বিজকরণ ও এন্টি – রেবিস টিকাকরনের জন্যও কতৃপক্ষকে উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

Advertisement

১৬ টি কুকুর শাবককে খুন করে প্লাস্টিকে ভড়ে হাসপাতাল চত্বরে ফেলে রাখা হয়েছে ইঙ্গিত দিয়ে অতীন বাবু এই ঘটনাকে ঘৃণ্য ও অমানবিক কাজ বলে উল্লেখ করে অতীনবাবু দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + 19 =